Today 11 Jan 2026
Top today
Welcome to cholontika

বিবর্তনের ইতিহাস অমিয় ঝক্‌ঝকে তারল্য মরীচিকা

: | : ০৫/০২/২০১৪

বিবর্তনের ইতিহাস অমিয় ঝক্‌ঝকে তারল্য মরীচিকা,
মিথের শরীর চুঁইয়ে চুঁইয়ে পরছে, ঘটনার উপপাদ্য
উদগীরণের মিশ্র জলীয়বাষ্প ছড়িয়েছে, পৃথিবীর আকাশ ময়
বড় বেশী স্বেচ্ছাচারিতায় জেগে উঠে পৌষ প্রণয়।

তাইতো ডাক দিয়ে যায় বাতাসের গান,
লকলকে সবুজ ডোগায় শিশিরের মগ্নতা,বিরহ অভিমান গ্যাঁট বেঁধেছে
বিবর্তনের স্বপ্ন মিশেল মৌনতা, সেই সনাতন ডাক হরকরা বেশে
স্মৃতির বিষণ্ন পথে যেন জোনাক জাগা রাত নামে।

সেই মরীচিকায় আজ ম্রিয়মাণ পৌষ প্রণয়,
দম্ভভরে উমের খাদে গুমোট হাওয়া, সেচ্ছায় আত্মহত্যায় ডুবসাঁতারে
চাঁদ ডুবা ঘ্রাণে নেতিয়ে পরে স্বপ্ন,সিঁথান জুড়ে ঘন সীৎকার সরব জলবেশ্যা
যেন ঢেউয়ের জলে বিবর্তনের ঢেউ উবে যায়।

১৪০@২৮ পৌষ, শীতকাল।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top