সময় ছিল কঠিন……মানুষগুলো ছিল সহজ……..
অতীত দিনগুলি ছিল বড়ই কঠিন
মানুষগুলো সহজ সরল সাদা মনের
মেনে চলত তারা সহজ জীবনের রুটিন ।
ঢেঁকিতে ধান তারা ভানতো
মিলেমিশে আনন্দ উল্লাসে
একে অপরকে কাছে টানতো।
ঘোলা ভরা ছিল সোনার ধানে
মৌ মৌ চারপাশ ধানের ঘ্রাণে ।
ছিল পুকুর ভরা মাছ
আর ফলে ভরা গাছ ।
দিগন্ত জোড়া সবুজ ক্ষেত জুড়ে
সবুজে সবুজ দুর দুর ওই দুরে।
পাটায় বেঁটে মশলা রান্নাটা হতো সুস্বাদু
সবে মিলে বসে একসাথে বসে খাওয়া,
যেনো পরিবারে মিশানো উচ্ছলতার যাদু।
ভোরে উঠে কৃষকরা গরু নিয়ে মাঠে
শ্রম দিয়ে, ঘাম দিয়ে উর্বর মাটিতে হাল শেষে
গোসলটা সারতো এসে টলটলে ঘাটে।
যৌথ পরিবারে বাস ছিল, ছিল না স্বার্থপরতা
অভাব ছিল না কিছুরই, ঠিক ছিল আন্তরিকতা ।
কঠিব জীবন তারা নিয়েছিল সহজ করে
মিলেমিশে একসাথে,
বিপদে আপদে সংগী একে অপরে।
রোগ সুগ ছিল না যে অধিক
সুস্থ সুন্দর জীবন, হাসি খুশি পরিবার
ভালো ছিল অবস্থা সার্বিক।
বিজ্ঞান সহজ করে দিয়েছে জীবন
পাথরের মত কঠিন করে দিয়েছে
সহজ সরল মানুষের মন।
দৈনন্দিন কঠিন কর্ম মেশিনের উপর ন্যস্ত
অলস হলো মানুষ সব
স্বাদ গন্ধহীন খাদ্যতে হলো অভ্যস্ত।
অলস মন অলস সময়
মনে কুচিন্তা আর অধিক পাবার আশায়
স্বার্থের লড়াইয়ে তারা সদা ব্যস্ত রয় ।
হাই প্রেসার, ব্লাড প্রেসার, অহরহ ডায়াবেটিস
হাতে তৈরী খাবার ছেড়ে
ফাস্ট ফুডে বসে খায় বার্গার, রোল, পেটিস।
সহজ জীবনে মানুষ হারালো যে সব
সম্প্রীতি হারিয়ে অবশেষে
চারদিকে ভেসে আসে শুধু স্বার্থের রব।
কেউ কারো নয়তো এখন, এ কেমন জীবন হায়!
মূল্যহীন ভালোবাসা, মূল্যহীন জীবনে আজ
ফাঁটল ধরেছে মায়া মমতায়।
সময়টা ছিল বড় কঠিন, মানুষগুলো ছিল সহজ
কুটিলতা ছিল না, মন ছিল সজীব,
সজীবতায় ভরা জীবন, প্রকৃতির মতই সবুজ।
সহজ জীবন ছেড়ে, কঠিনেরে ভালবাসিবার মন চায়
পাবো না আর সহজ মনের দেখা,
ফিরে যেতে পারব না আর কঠিনেতে, হায় হায়!!!
=========================================
animation net collected……..