Top today
বুমেরাং
মিথ্যা বলাটা দেখি ইদানিং এক আধুনিক কলা
উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর ছলা কলা
বড় লোকি ফ্যাশন এখন দিন দুপুর মিথ্যা বলা
তাই তো সবে হয়ে গেছে গোয়েবলসের চেলা;
চেলাদের মিথ্যা বলার ঠেলা – কান জ্বালাপালা
বুমেরাং হয়ে ঠাস্ ঠাস্ গালে পরে জুতার তলা
যত মারে জোতা তত বেশী নেতা ফাটায় গলা
লজ্জা নাই শরম নাই এরা বুঝি পাবলিকের শালা;