Today 01 Nov 2025
Top today
Welcome to cholontika

আমরা সবে বদ্ধ উম্মাদ

: | : ০৬/০২/২০১৪

ক্ষমতা আছে তাদের আমার আছে কি?
কিসের লোভে হাঁটছি পিছু জীবন হাতে রেখে
ঝড়ঝাপটা শ্মশান জ্বালা রড বুলেটের যত প্রতিবাদ
তুমি আমি করছি বহন করছি মায়ের শত বুক খালি।

তাদের আছে সকল কিছু আমার আছে কি ?
আমার সন্তান অর্থাভাবে বিদ্যালয় ছেড়ে রাখাল
তাদের সন্তান মহাসুখে দেশ ছেড়ে বিদেশে
ডিগ্রি যত বিলেতি ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা ব্যারিস্টার
তবুও কেন চোখ থেকে আজ অন্ধ সেজে করছি অপরাধ।

কিসের নেশায়, কিসের আশায় আর কতকাল অবুঝ সেজে
নাটাইয়ের ঘূর্ণিতে ছুটব শুধুই তাদের পিছু,
এখনও কি কারও ঘুম ভাঙে নি আর ভাঙবে কত কালে
এখনি সময় ঘুম ভাঙায়ার থেকো না আর অবুঝ সেজে।

নাড়ীতে নাড়ীতে যত টান তার থেকেও বেশি টান
তুমি আমি অন্ধ আর মূর্খ জনবল
ক্ষমতা নেই তার বুঝে উঠবার, তাই কুকুর বেড়ালের মত
হাজারও প্রাণ করছি দান অন্ধ বিশ্বাসে, বিবেক বুদ্ধি সব হারিয়েছি
স্বার্থের তাড়নায়, কি হবে ভাবি না আর এমনটি যে একদিন আসবে ফিরে
আমার জীবনে…..
হিংসা আর প্রতিহিংসা, ঘাত-প্রতিঘাত পালাক্রমে আজ
যতই করছি দান তোমার আমার প্রাণ, হবে না নিঃশেষ
যতদিন রুখে দাঁড়াব না কেউ বিবেকের সম্মুখ
আজ মনে হয় আমরা সবে বদ্ধ উম্মাদ…..
কিসের নেশায় কিসের আশায় হাঁটছি পিছু অজানা রাস্তায়…?

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top