Today 12 Jan 2026
Top today
Welcome to cholontika

কি করি ছাই !

: | : ০৬/০২/২০১৪

কবিতা,তোমাকে কিভাবে কেমনে যতনে লিখি,

আমি যে রয়েছে চরম যাতনে পাটাতনে !

লাশের মিছিলে না জানি কখন আমাকেও যেতে হয়,

ভেতরে বাহিরে তারি সিদ্ধান্তহীনতায়

সত্য যত করে মোরে আকড়ে ধরে বাচতে চাই,

তত করে আমিও সত্যকে চিতে অবচিতে দুরে সরাই।

গোলাম আমি, না জানি কখন আমিও আবার কিয়ৎ লোভে

মানুষেরি গোলামীতে নাম লেখাই,

মানুষ হইয়াও মানুষেরি প্রভু মানুষ বলি হায়!

কী যে লিখি আগা মাথা ছাই উড়ালে ভস্মতা ছাড়া ভাগ্যর অস্থিত্ব নাই।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top