ফের একবার।
খুঁজে বেড়াই সেই চলে যাওয়া দিনগুলোকে,
সূর্যাস্তের ঝাপসা আলোতে,
কিংবা অমাবস্যার অন্ধকার রাতে।
খুঁজে ফিরি, সেই সুখের দিনগুলোকে,
বিশাল ঐ মুক্ত নভোনীল আকাশে,
কিংবা সূর্যোদয়ের উজ্জল আলোতে।
অনুসন্ধান করছি, সেই রূপকথার গল্পগুলো,
অতীতের সেই কোনো একসময়টাকে,
একান্তে আপন করে ধরে রাখতে।
অনুধাবন করছি, সেই সুদীর্ঘ বছরগুলো,
যেখানে ছিল ভরা যৌবনের তারণ্য,
আর আনন্দে ভরে ছিল অতীত স্মৃতিতে।
অন্বেষণ করছি, অশ্রুর পথানুসরণকে,
বৃষ্টিতে ভিজে নৃত্য করবো বলে।
আশা এবং আবেগপ্রবণতার পাহাড়ে দাঁড়িয়ে,
অপেক্ষা করছি আর আপ্রাণ চেষ্টা করছি,
তিক্ততা আর যন্ত্রনাটা দূর করবো বলে।
খোলার চেষ্টা করছি, বন্ধ করা প্রতিটা দরজা,
কি পেতে পারি তাতে, কিইবা সেই প্রকৃতির আরোপ।
এবং সেই অপূর্ব যে দৃশ্যমান অবলোকন করা হবে,
তা ফেলবে মনের উপর এক বসন্তকালীন রূপ।
ফের একবার আমি হাসবো এবং উল্লাসিত হবো,
ঐ দূর আকাশের গৌধূলীর ভেলায় চড়বো,
আর অনন্ত সেই সুখটাকে প্রাণ ভরে নেবো।
ফের একবার নিবিড় আলিঙ্গনে আবদ্ধ হবো,
প্রিয় সব স্মৃতিগুলো রোমন্হন করবো,
এবং পরম কৃতজ্ঞচিত্তে সমর্পণ করবো।