Top today
হৃদয়পুরে দেশান্তরী-১৬
সুখের সাথে প্রেম করেছি, দুঃখ এলো ঘরে;
বরণ করে নিলাম তাকেই আদর সোহাগ করে।
স্বপ্নবাড়ি উঠলো ভরে দুঃখের কোলাহলে;
দুঃখের আগুন জোনাক হয়ে আমার বুকে জ্বলে !
সুখের সাথে প্রেম করেছি, দুঃখ এলো ঘরে;
বরণ করে নিলাম তাকেই আদর সোহাগ করে।
স্বপ্নবাড়ি উঠলো ভরে দুঃখের কোলাহলে;
দুঃখের আগুন জোনাক হয়ে আমার বুকে জ্বলে !