Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

একটু নির্জনতা

: | : ০৭/০২/২০১৪

1534996_729670327066817_634742470_n

ইচ্ছে হয় একটু নির্জনতা কেড়ে নিই,

উদ্দাম  জীবন থেকে বেরিয়ে

মাঝরাতের বাঁশি শুনি,

আর ফিকে জ্যোৎস্নার বনভূমি ধরে হেঁটে চলি…হেঁটে চলি…

আঁধার ব্যাধিনীর পিঠে চামড়া গন্ধ বিদঘুটে ব্যাগ,

তবু তো এমনি ম্লান হাসি দেখিনি বহু দিন!

 

একঘেয়ে হাঁপর শ্বাসের নাদ ছেড়ে

চলো কিছু বুনো ঘ্রাণ বুকে ভরে টেনে নেওয়া পাহাড় হওয়ায়,

ওই তো নদীর উৎস পথ—তারপর সুদূর বিরান ভূমি পেরিয়ে

নিত্য সংলাপ ভাঙ্গে স্রোতস্বিনী জীবন,

এলোমেলো জীবন,তবু স্বচ্ছন্দ

এই দিগভ্রান্তি ফুঁৎকারের রঙিন কাঁচের সূর্য—

ইচ্ছে হয় একটু নির্জনতা কেড়ে নিতে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top