Top today
পরিবার
নতুন পরিবার আমি গড়িবার চাই
পরিবার গড়িবার মানুষ কোথা পাই।
পাইলে তাহারে আমি পাতিতাম সংসার
বছর না পেরোতে দিতাম সন্তান উপহার।
হইতো সেইটা মোদের সূখী পরিবার
হইলোনা গড়া তাই দুঃখ হাহাকার।।
নতুন পরিবার আমি গড়িবার চাই
পরিবার গড়িবার মানুষ কোথা পাই।
পাইলে তাহারে আমি পাতিতাম সংসার
বছর না পেরোতে দিতাম সন্তান উপহার।
হইতো সেইটা মোদের সূখী পরিবার
হইলোনা গড়া তাই দুঃখ হাহাকার।।