প্রসঙ্গ: উপহার…..
আমার উইং এর তিনজন স্যার , ম্যাডাম শ্রীলংকা গিয়েছিলেন অফিস ট্যুরে । তাদের পক্ষ থেকে গলার ও কানের দুল উপহার পেয়েছিলাম….. এত্তগুলা খুশি লাগে
================================================= উপহার…….. =================================================
]উপহার এমন একটা জিনিস যে এটা পেলে ছোট বড় সবাই খুবই আনন্দ পায় আমারও খুব ভাল লাগে উপহার পেলে যদিও গিফট আমার জীবনে খুব কমই আসছে । উপহার দিতেও কিন্তু তেমনই মজা । হোক না ছোট খাট কিছু তাতে কি । যে গিফট গ্রহণ করবে তার মনটাও থাকতে হবে পরিচ্ছন্ন এবং স্বচ্ছ …….. পছন্দ হোক বা না হউক যে উপহারটা দিলো তার কাছ থেকে হাসি মুখে উপহারটা গ্রহণ করা এবং অনেক খুশি হওয়া জরুরী। এতে যে উপহারটা দিল তার মনটা অনেক আনন্দে ভরে যাবে এবং উপহার দিয়ে সে একটি ভাল কাজ করেছে বুঝতে পারবে । মানুষের কাছ থেকে মানুষের আনন্দ নেয়াটা জীবনের বড় একটা চ্যালেঞ্জ । ইদানিং তো মানুষ আগের মত আনন্দ পায় না কিছুতেই । মানুষকে খুশি করা অতি সহজ……… ।
* উপহার দেয়া-গ্রহণ করা যেমন একটা আনন্দের একটা দিক
*অন্যভাবেও কিন্তু মানুষকে খুশি করা যায়…….আনন্দ দেয়া যায়
* কারো সাথে দেখা হলে তার নাম মনে রাখা ।পরবর্তীতে দেখা হলে তার নাম টা মনে রাখলে সে অনেক খুশি হবে ।
*বাচ্চাদের আদর করলে মা বাবা অনেক আনন্দ পায় এবং খুশি হয় …….. *কারো প্রশংসা করলে
*সুন্দর বললে
*অথবা আজকে আপনাকে অনেক ফ্রেশ লাগছে
*সুন্দর লাগছে
*ভাল লাগছে এটুকু বললেই সে অনেক খুশি হয় এবং দিনটিই তার জন্য ভাল যায় ।
*কোন কাজে উপকার না করতে পারলেও তার অপকার করার যেন চেষ্টা কেউ না করেন
। * আপনজনদের মাঝে উপহার দিন হউক না সেটি একটি ফুল…….
*উপহার উপহারই সেটা দামের সাথে তুলনা করাই ভাল
* অন্তত একটা মিষ্টি হাসি দিয়ে কথা বলুন মনের ভিতর জটিলতা না রেখে………… দেখবেন জীবন কত সুন্দর কত আনন্দের….. আপনারা কিসে আনন্দ পান ……..বলবেন কি? =========================================== আমি ছোট খাট কিছু পেলেই খুশি হয়ে যাই অথবা কেউ মমতার সাথে কথা বললে এর চেয়ে বড় উপহার হয়না আমার জন্য । সুন্দর করে কথা বললে আমার খুবই ভাল লাগে । কিন্তু কেউ অপমানজনক ভাবে কথা বললে আমি কিছুতেই সহ্য করতে পারি না ….. খুব কান্না পায়…………..যদিও কিছুক্ষণ পরে ভুলে যাই সেসব কথা ………. আমি তো এই মেঘ এই রোদ্দুর তাই হয়তো এমন…………
মোবাইলে পোষ্ট করেছি। পিসিতে বসলে আপডেট করে দিব…
জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাহুয়া আহলুহু