Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

Chol jai

: | : ০৭/০২/২০১৪

দূরে দূরে অনেক দূরে
সুরে সুরে উতল সুরে
হারিয়ে যেতে ইচ্ছে করে

যাবিরে কবি লক্ষিছাড়া
হবিরে নাকি বাঁধনহারা
রোদেলা আকাশ দুপুরবেলা
খেলব না হয় বাল্যখেলা
না হয় দুজন রাখব মাথা
গ্রিলঘেরা জানলায়
চোখে চোখেই হবে কথা
অগোছালো আলনায়
দুজন না হয় হাঁটবো যত
অলিগলির তস্যগলি
হারিয়ে দেব
হারিয়ে নেব
তাজা রোদ্দুর একফালি
চল তাহলে চলেই যাই
অনেক দূরে উতল সুরে
যাই হারিয়ে হারিয়ে যাই
একলা আমার কষ্ট অনেক
দিলাম না হয় কয়েক মুঠো
তোর ও তো অনেক কবিতা আছে
আমায় না হয় দিলিই দুটো

গোলাম রাশিদ খালিদ

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top