Top today
Chol jai
দূরে দূরে অনেক দূরে
সুরে সুরে উতল সুরে
হারিয়ে যেতে ইচ্ছে করে
যাবিরে কবি লক্ষিছাড়া
হবিরে নাকি বাঁধনহারা
রোদেলা আকাশ দুপুরবেলা
খেলব না হয় বাল্যখেলা
না হয় দুজন রাখব মাথা
গ্রিলঘেরা জানলায়
চোখে চোখেই হবে কথা
অগোছালো আলনায়
দুজন না হয় হাঁটবো যত
অলিগলির তস্যগলি
হারিয়ে দেব
হারিয়ে নেব
তাজা রোদ্দুর একফালি
চল তাহলে চলেই যাই
অনেক দূরে উতল সুরে
যাই হারিয়ে হারিয়ে যাই
একলা আমার কষ্ট অনেক
দিলাম না হয় কয়েক মুঠো
তোর ও তো অনেক কবিতা আছে
আমায় না হয় দিলিই দুটো
গোলাম রাশিদ খালিদ