Today 11 Jan 2026
Top today
Welcome to cholontika

কবিতারা আজ ক্লান্ত…..

: | : ০৮/০২/২০১৪

কবিতারা ক্লান্ত
একটা সময় ছিল যখন
কবিতায় ছিল সুরের লহরী
গান হয়ে কবিতা ভেসে বেড়াত
গোধুলী লগ্নের নীলাভ আকাশের মাঝে
যেদিন সুখে ভাসায়েছিল তারে
কবিতার ছন্দ ভালবাসায়
সেই থেকে অপেক্ষার
প্রহর গোনা;

ঋতু আসে যায়
সে ফের ফিরে আসবে
অপেক্ষায় তাই শরতের শিউলি
প্রভাতের শিশির ভেজা তরুলতা, দুর্বা ঘাস,
আসবে বলে সে, অপেক্ষায় কেটে গেল শুভ্র শরৎ
শীত শেষে বসন্ত, নতুন করে স্বপ্ন বোনা..
আবীরের রঙ মেখে সে আসবে
কোনো এক বসন্ত সন্ধ্যার
একাকী প্রহরে;

সুরের পসরা সাজিয়ে
ভালবাসার ছন্দে ফিরে আসবে
কবিতারা গান হবে তার শব্দাবলী দিয়ে
ক্লান্তিহীন রাত কাটবে; সে হবে সুরকার আর
সুরে সঞ্চারিত হয়ে সাত সুরের রঙধনু রঙ ছড়াবে
কবিতাৱা প্রজাপতি হয়ে উড়াউড়ি করবে
আমার মনের নীল আকাশ জুড়ে
চাওয়ার ধুম্রজালে অপেক্ষায়
একটি নিদ্রাহীন রাত্রির;

অপেক্ষায় কবিতারা
হারিয়েছে মাত্রা ছন্দ, সুর
অসীম নীলের শূন্যতায় কবিতা ক্লান্ত
বেঘোর ঘুমিয়েও ডাকে না কবিতারা আমায় স্বপ্নে
নেই কোথাও কোনো পিছুটান, হাতছানি তার
বেলা শেষে স্বপ্নভাঙ্গা স্মৃতির আবেশ
অসময়েই হারিয়ে ছন্দের সুর
কবিতা শ্রান্ত ঘুমিয়ে।

https://lh4.googleusercontent.com/-cIRZrf_dzQs/UvHDgguRxMI/AAAAAAAAZdw/Pk_q-NW5JSo/w553-h307/11093.gif

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top