Top today
দেশ মা, তুমি শক্ত কর তোমার মন
কঠিন করে নাকি মাকে ডাকাই যায় না
মা সরল, মা সাধারন, মা স্বকীয় স্বত্তা
জটিল ভাবাবেগে মাকে কতই না অবহেলা
কোন কিছু চাইতে গেলেও হেল্লাস ভঙ্গি,
মা তুমি না বাংলার মা, তুমি না বংলা ভাষার মা
তবুও তোমাকে নিগৃহীত হতে হয় বার বার
লাঞ্চনার দহনে দলিত হয়ে অগ্রাহ্য শতবার ….
কেন মা, আমার জন্ম দাত্রী ভাষার মা ?
তোমার বীর সন্তানেরাতো অযোগ্যতা আমাদের শেখায়নি
আমরাতো মরতে জানি সাহসীর মত
শিকল ছিড়তে জানি আবদ্ধতার বেড়াজালের
তবু কেন তোমার এত অসহায়ত্বের কাছে মাথানত ?
তোমাকে কঠিন করে ভাবতে চাই না মা
তুমিতো সবুজ সরল কিন্তু অবলা নও
কোন আস্তাকুড়ে পড়ে থাকা যৌবনা ষোড়সীর মত….
মা তুমি শক্ত হয়ে দাঁড়াও আমার হাত ধরে
আমি তোমার যোগ্য সন্তার যে তোমার ভার সহে….
(সাঈদ চৌধুরী, রচনাকাল রাত ১২টা, ০৭.০২.১৪ইং)