Top today
আমি মাতাল সর্বদাই
তখন আমি জল পান করেও
নেশাগ্রস্থ হই,
যখন সে জলের পাত্র তোমার
হাতের স্পর্শ পায়।
তখন আমি বাতাস নিঃশ্বাসে নিয়েও
মাতাল হই,
যখন সে বাতাসে মিশে থাকে তোমার
শরীরের গন্ধের মাদকতা।
তখন আমি ঘুমের মধ্যে থেকেও
মদ্যপ হয়ে উঠি,
যখন তোমার মৃত্যুহীন হাসি আমার
স্বপ্নের আকাশে ভাসতে থাকে।
আসলে সবসময়ই আমি মাতাল
নেশাগ্রস্থ পাগল থাকি,
কারণ আমার ভাবনার কূলে-অকূলে
সর্বদাই থাকো তুমি।
৩১১৪, ঢাকা।