Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

এ কেমন লজ্জাবতী

: | : ০৯/০২/২০১৪

482578_1417638805149107_1302584759_n

অনেক দিন পর…হঠাৎ দেখা;
তোমার হাতে নতুন চুড়ি
পড়নে নতুন লাল শাড়ী,
তুমি এসে কাছাকাছি আসতেই
লজ্জাবতীর মতো নোয়ালে মাথা
হয়তো বা,যাচ্ছো স্বামীর বাড়ী ।

কে যেন ছিল সাথে তোমার
কাছাকাছিই খুব তখন
তুমি আমায় দেখোনি…ভাবটা এমন,
আমি তোমার কেউ নই…
তুমি ও আমার কেউ নও…
অচেনা অজানা একদম যেমন ।

ঠিক বুঝলাম না! এতোদিন পরে…
কেন তুমি এমন করলে ?
এতোদিন পরে কাছে পেয়েও আমায়
অন্যের হাত কেন ধরলে ।

তোমার রুপ ঢেকে রাখলে মাথাতে
যেন একটুও না দেখি আমি,
তোমার কাছে আমি অন্য;আমি ভিন্ন
পর পুরুষ…নই তোমার স্বামী ।

********* সমাপ্ত **********
তারিখ : ০৮-০২-২০১৪ ইং ।

http://khmahabub.blogspot.com/

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

Comments are closed.

go_top