Top today
জীবনের গল্প
রাত এখন দুপুর
কবিতারা ক্লান্ত বেতাল ঘুমে
সর্বহারা প্রেয়সীর মত উদভ্রান্ত
পাশের বেত বনে ডাকে একটানা ঝি ঝি
হৃদয়ের মরীচিকা করে হাহাকার
নির্জীব চোখের কোণে গড়ায় অশ্রু
কখনও তোমার পদধ্বনি ভাসে বাতাসে
কে যেন বলে ভুল সবই ভুল
অন্ধকার করে পরিহাস
বিচ্ছিরি লাগে সব কিছু
ভোর হউক অথবা রাতই থাকুক
জীবনের গল্প ইতিহাস লিখুক !