Top today
বিন্দু
বিন্দু জলে ধীরে ধীরে সিন্ধু জমে,
বিন্দু বালির আবরণে পাহাড় থামে,
বিন্দু মনের ভালোবাসা তোমার চুমে।
বিন্দু তুমি সিন্ধু পাহাড় চুমের ভাঁজে,
বিন্দু তুমি প্রতি চরণ কাব্য মাঝে,
বিন্দু তুমি অশ্রু ছোঁয়া ঠোঁটের খাঁজে।
বিন্দু আমার কাব্য অশ্রু খুঁজে,
বিন্দু আমার অসীম হৃদয় বুঝে,
বিন্দু আমার ভোরের রূপে গুঁজে।
বিন্দু আজ কাব্য মাঝে ছন্দময়,
বিন্দু রোজ সুর-তানের বন্দনায়,
বিন্দু খোঁজ ভালোবাসার ছন্দনায়।