Top today
“স্মৃতির অহম”
তোমাকে ভুলে গেছি।
কি করে বলি এমন নির্জলা মিথ্যে?
তোমাকে ভুলে যাওয়া সাধ্যের অতীত
তুমি চিরস্থায়ী আমার চিত্তে।
হ্যাঁ ভুলে যাবো সেদিন
যেদিন পৃথিবীকে দিবো বিদায়ী সালাম।
তাহার পূর্বে তোমাকে ভুলে যাওয়া
আমার জন্যি হারাম।
তোমার স্মৃতির ঠেউ ততদিন দোলাবে আমার জীবন খেয়া
যতদিন না মিশে যাবো কালের মহাসমুদ্রে।
ততদিন তোমার স্মৃতির তছবিহ জপে যাবো
যতদিন না আমার দেহ যাবে লাশের গোত্রে।
যত-ই চাই তোমাকে ভুলে যেতে
তত বেশি স্মৃতির কড়া নাড়ো।
যত চেয়েছি করিতে স্মৃতি ফ্যাকাসে মলিন
তত বেশি হয়েছে স্মৃতির রং আরো গাঢ়।
তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা
সে তো আমার বৃথা শ্রম।
স্মরণের প্রতিটি পাতায় জ্বলজ্বল তুমি
তুমি আমার স্মৃতির অহম।