Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

চোর সাধু

: | : ১০/০২/২০১৪

যে যত ধনী, সে তত ঝৃণী, আর ততোধিক চোর

সরকার মন্ত্রী জনপ্রতিনিধি আমলা নেতা মাস্তান

এদের কেউরা ছিঁচকে চোর কেউ বা পুকুর চোর

আর কতকেরা ডাকাত কিম্বা খুনী।

আমরা তার কতটুকু জানি, জেনেও বা লাভ কী ?

যতটুকু জানতে পারি তাতে কীইবা যায় আসে তাদের ।

ছাগল কী আর বাঘ খেতে পায় ?

সংতবাং অজ্ঞ থাকাটাই কী শ্রেয় নয় ?

আড়তদার করে বিক্রেতার চুরি, বিক্রেতা ক্রেতার, ক্রেতা করে গ্রহস্তের চুরি,

গৃহস্ত গরীবের, প্রেমিক করে প্রেমিকার চুরি, প্রেমিকা প্রেমিকের ।

আসলে কে না বা চোর, কে সাধূ ?

দেখি তো সকলে চোর এবং সাধু !

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top