Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

ছেলে মেয়ে

: | : ১১/০২/২০১৪

ছেলে হোক মেয়ে হোক
সবই সমান ভাই
মেয়ের মত মেয়ে হলে
ছেলে কেন চাই ।

ছেলে নিয়ে জ্বালা বড়
থাকতে চায়না ঘরে
মাস্তান যদি হয় কেহ
রাস্তা ঘাটেই মরে ।

মেয়ে নিয়ে এ যুগে
ভয়ের বালাই নেই
পড়তে যায় ঘরে ফিরে
ব্যস্ত সর্বদাই ।

লেখা পড়ায় মেয়েরা আজ
ছেলের চেয়ে ভাল
চাকুরী আর খেলা ধুলা
যে ক্ষেএেই বলো ।

মায়ের সেবা বাবার সেবা
মেয়েরাই বেশী করে
ছেলেরা তো পর হয়ে যায়
বউ এলেই ঘরে ।

ছেলে মেয়ে সকলকেই
সমান করে তোলো
তাতেই সুখ হবে জাতির
দেশের হবে ভালো ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top