Top today
“সম্পর্ক”
দেহের ভিতর দেহ হারাল
মনের ভিতর মন,
দেহে বিনা মন হারালো
শূন্যেরও ভূবন।
মন বিনা দেহ হারাল
আক্ষরিক ভাষা,
গুঢ় রহস্য ইটের তলে
পড়িল চাপা।
মনে মনে মন হারালো;
অদৃশ্য ঘর,
ঝড় তুফানে সব ভাঙ্গিল
অটুট তবু ঘর।
দেহে দেহে ঘর বাঁধিল
তবু হয়নি সংসার,
পেট পুরিয়া অন্ন গিলে
তবু হয়নি আহার।
মনে মনে;দেহে দেহে
কোন্টা যে খাঁটি?
ঘর বাঁধিতে কেম্নে তবে
খুঁজিস যে ভিটি?