Top today
“তোমার তুমি”
সুখ সাগরে অবগাহন নিমিত্তে
তুমি খুলে ফেল সত্যের বসন।
লাজের অবগুণ্ঠন উন্মুক্ত করে
তুমি কর নির্লজ্জ স্বার্থের তোষণ।
বিধি নিষেধের তোয়াক্কা না করে
বিবস্ত্র দেহ ভাসাও জোয়ারে।
অবজ্ঞা কর নৈতিকতার তীক্ষ্ম নজর
তালা মেরে দু’চক্ষু দুয়ারে।
বিবেকের লাইনচুত্য হয়ে
তোমার হেয়ালী বগি মাড়ায় ধানক্ষেত।
কারো অনিষ্ট তোমার মাথাব্যথা নয়
তোমার স্বার্থই কেবল তোমার বেদ।
অন্যের বসত বাড়ি ধ্বংস করে
তুমি আঁক তোমার রাজপথ।
বুলডোজার চালাও নিষ্ঠুর গর্বে
গর গর স্বরে কর গীবত।
তোমার আগাছা স্বপ্নের প্রাধান্য দিয়ে
অন্যের মৌলিক ক্ষুধায় মার লাথি।
রষ চুষে তোমার আগাছা হয় তাগড়া
বিবেচ্য নহে কারো ক্ষতি।
তোমার তুমি’তে লেখা তোমার রাজ্যবিধি
অন্যেরা তোমার অনুগত ভৃত্য।
একরোখা চাবুকের ঘায়ে স্বার্থসিদ্ধি
তাতেই খোশ তোমার চিত্ত।