Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

নদী ও জীবন

: | : ১২/০২/২০১৪

নদী ধায় অজানা
অচেনার পথে
জানে না কোথা
সংগম কার সাথে ।

ঢেউয়ের তালে তালে
বাঁজায় বীণা
কখনও ঝড়ের তাণ্ডবে
কাঁপে সিনা ।

হর রোজ নদীতে
জোয়ার আসে
জীবন নামের নৌকাতেও
বসন্ত হাসে ।

চলতে চলতে নদী
সাগরে মিশে
জীবনও যায় থেমে
মরণের  বিষে ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top