Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

প্রশ্ন জাগে এই ফাগুনে

: | : ১২/০২/২০১৪

 

ফাগুন মাসের আট তারিখে
ভাই হারানোর দুঃখ শোকে
কাঁদছে যখন মন
দেখি তখন একি প্রহসন
ভাষা প্রেমের মিথ্যে ছলে
বাংলা তারিখ মাস ভুলে
ইংলিশ মাসের বিংলিশ তারিখে
বুঝি না ভাই কোন দুঃখে
ভাষা দিবস করছে পালন
ভাষার প্রেমে ভাষাবিধগণ?

 

বারো মাসে একটা দিন
বাংলা সুরে বাজিয়ে বীণ
মরিচ পুঁড়ে পান্তা ভাতে
মজা করে ইলিশ খেতে
সোনার বাংলার দামাল ছেলে
সালাম, জব্বার, বরকতে
পিচ ঢালা ঐ রাজ পথে
বুকের তাজা খুন ঢালে?

 

ভাষা দিবস রাত প্রহরে
শহীদ বেদীর উঠোন জুড়ে
সবার আগে ফুল দিতে
মিডিয়াতে মুখ দেখাতে
ফুল নিয়ে কাড়াকাড়ি
পরস্পরের মারামারি
বোমা ফোটে, গুলি ছুটে
আতঙ্কে যে প্রহর কাঠে
এমন ভাবে কেমন করে
বাংলা ভাষার মান বাড়ে?

 

প্রশ্ন গুলো আমার মনে
ঘুরছে মাথায় বন্‌ বনে
জ্ঞান তো সবার টন্‌ টনে
জিজ্ঞাসা তাই সর্ব জনে;

 

উত্তর গুলো দিবে কি কেউ
মিঠায় তবে মনের ঢেউ
প্রহর গুণি মনে মনে
আট তারিখের এই ফাগুনে;

 

ভুল বুঝলে দুঃখ পাবো
অবুঝ মনে
অধম কবির লক্ষ সালাম
শহীদ প্রানে।

 

========================

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top