Top today
“ভূতের পেটে টুনির বাসা” ছিল নাকি সঙ্গে
ওই দেখো মেলাতে বই চলে হোমানে
হাতে দিয়ে বইটা বলে দাদা ঘুমা নে
ঘুম-টুম আসে না, ভূতে মারে খামচি
খুকু বলে দাদাভাই, ডরে খালি ঘামছি
কাঁপে দাদা থরথর, আঁকা বাঁকা অঙ্গে
“ভূতের পেটে টুনির বাসা” ছিল নাকি সঙ্গে