Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

মাতৃ ভাষার সন্ধানে

: | : ১২/০২/২০১৪

কোথায়  গেলে  তুমি ?

সে  দিনের সেই  অগ্নি ঝড়া দিনে

উত্তাল  সাগরের  উন্মত্ত স্রোতের টানে

চলে  গেলে  দূরে , বহু  দূরে,

বলেছিলে  সেদিন  ভেবনা, ফিরে   আসবো  এখনি ।

শত অনুরোধ  উপেক্ষা  করে  সূর্য  দীপ্ত  তেজে

বেড়িয়ে  গেলে  তুমি  ।

পিছু  ডেকে  জিজ্ঞাসি  আমি,

কোথা  যাও  , কোথা  খুঁজবো  তোমায় ?

বলেছিলে—-

যদি  না  ফিরি,  খুঁজ  আমায়  বাংলার  ধ্বনিতে,

বাংলা  ভাষায়,  বাংলার  অন্তরে ,  পৃথিবীর প্রান্তরে ।

চাতকীর মতো  দাঁড়িয়ে  দুয়ারে,

দিনের পর  দিন,  মাসের পর  মাস, গড়িয়ে  গেল

বছরের  পর  বছর, তুমিতো  এলেনা ?

তা ইতো——

আকাশ  বাতাস  চন্দ্র  তারার   দেশে

পাহার  পর্বত  বন বনানীর  শোভায়

গহীন অরণ্যে  খুঁজি তোমাকে ।

সাগর  সৈকত, ঝড়  বৃষ্টি , হিমালয়ে

জন্ম  প্রবাহে  ,  মৃত্যুর  হিম  কফিনে,

পৃথিবীর  এক  প্রান্ত  থেকে   অপর  প্রান্তে ।

খুঁজতে  খুঁজতে  সময়  হাড়িয়ে যায়,

স্মৃতিরাও  উধাও   হতে  বসে,

আর  তখনি  খুঁজে   পাই  তোমায়,

বাংলায়,  বাংলার  ধ্বনিতে, কবিতায়,  সাহিত্যে,

মানুষের  মুখে,  অন্তরে, বিশ্ব  মাতৃ  ভাষা  দিবসে,

পৃথিবীর  প্রান্ত  থেকে  প্রান্তরে  । ।

 

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top