Today 12 Jan 2026
Top today
Welcome to cholontika

তাই দেখে আমি ভুল করে বলে বসলাম

: | : ১৩/০২/২০১৪

হলুদ শাড়িতে তোমাকে বেশ লাগল মোহিতা
খোপায় জড়ানো ছিল হলদে ফুল,
তাই দেখে আমি ভুল করে বলে বসলাম
আজ পহেলা ফালগুণ।
শুনে তুমি সে কি হাসি
যেন আমার মস্তবড় ভুল,
মুখ ফুটে বললে-আজ বসন্তের প্রথম দিন।
আমি কিছুটা ভ্যাবাচেকা খেয়ে বুঝলাম
দুটোও সঠিক।
ততক্ষণে তুমি হেসে কুটিকুটি
যেন বিভ্রান্তিতে ফেলে খুব মজা পেলি,
আমি বিস্মিত হয়ে চেয়ে দেখি
তোমার চোখে মুখে গালে
রক্তজবা গোলাপ কামিনী জানা অজানা সব ফুল ফুটে গেছে
ফালগুণী হাওয়া বইছে ধীরে ধীরে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top