Top today
বসন্তের গান………
যন্ত্রের শহরে পলাশ শাখে
নাই ফুল ফুটন্ত
তাতে কি! লেগেছে আজ
প্রাণে প্রাণে বসন্ত।
রাস্তায় নেমেছে ঢল দেখ ঐ
লাল সবুজ হলুদ বাসন্তির
মিলেমিশে বসন্তের গানে মাতাল
পরশ আনে মনের শান্তির।
কোকিল ডাকে না কুহু কুহু
শুনি না সুরেলা ধ্বনি
শিমুল শাখ নেই পাখি নেই
নেই ভ্রমরের গুনগুনানি।
অশোক বন রাঙেনি বসন্তে
কৃষ্ণচূড়া গাছে লাগেনি আগুন
এলোমেলো হাওয়া নিয়ে তবু
এসেছে সবুজ মনের ফাগুন ।
তরুনীর খোঁপায় গাঁদা ফুল
বসন্ত বসনে উচ্ছলতা ছড়ায়ে
বিষন্নতার কষ্ট আছে যত দাও;
দখিনা হাওয়ায় উড়ায়ে ।
বসন্ত আসে বারে বারে ফিরে
তোমার আমার প্রাণে
হাজার রঙের বাহারে সাজে মন;
মাতে বসন্তেরই ঘ্রাণে।