Top today
অসীম ভালোবাসা
সংকীর্ণতার বেড়াজালে ঘিরে বন্ধি প্রেমের ভূবণ
তাই তো ভালোবাসা কেবল একদিন
বছরের বাকী সব দিন বিরহের প্লাবণ।
ভালোবাসতে নির্দিষ্ট দিন তারিখ লাগে
এমন বিশ্বাসে তুষ্ট নই আমি
আমি শুধু জানি, যত দিন বুকে আছে প্রাণ
তত দিন ভালোবাসা রইবে অম্লান।