Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

নিত্য ভালবাসা দিবস তোমার আমার

: | : ১৪/০২/২০১৪

 

 

আজ নাকি আহা একটু ভালবাসার কাঙ্গাল
কপোত কপোতী সকল এক যোগে
বিশ্ব ভালবাসা দিবস উদযাপনে মাতবে,
বৎসরে ৩৬৪ দিন কেঠেছে যাদের ভালবাসাবিহীন ,
একটু ভালবাসার কাতর হয়ে কাঠিয়েছে দুর্দিন
আজ নাকি একদিন তাদের ভালবাসার সুদিন ,
আজ তারা সেজে গুজে পরিপাটি হয়ে পরস্পরে
করবে নানা রঙ বেরঙের ফুল, দামী উপহার আর
তার সাথে হৃদয়ে থেকে হৃদয়ে ভালবাসা বিনিময়,
পরম যতনে আজ রাতে দামী রেস্তোরায় খাবে ,
ঠোঁটে ঠোঁট রেখে পরম আদরে চুমুবে পরস্পরে
হাতে হাত রেখে তারা আজ কোমর দোলিয়ে নাচবে
হুইস্কির পেয়ালায় চুক চুক চুমুতে কণ্ঠ ভেজাবে
মাতাল হবে, আজ রাতে মাতালের মত ভালবাসবে;
রাত শেষে যে যার শূন্য ঘরে ফিরে যাবে সেই তিমিরে,
তারপর বাকি ৩৬৪ দিন বেখবর কপোত কপোতী;
আবার হৃদয়ে হাহাকার
আবার কাতর কান্না
আবার বিরহ বেদনা – শূন্য বিছানা
আবার ও আপেক্ষা ৩৬৪ দিন
কখন বিশ্ব ভালবাসা দিবস আসবে
কখন একটি রাত পরস্পরে কাছে পাবে
একটু ভালবাসা সোহাগে আদরে মাতবে।

 

আর এই অধম কিনা বৎসরে ৩৬৫ দিন
তোমার সোহাগী আঁচলের সোনালী শিকলে বন্ধনে
আদরে আহ্লাদে চুমুতে সোহাগে বুকে নিয়ে তোমায়
সোহাগের বিছানায় জড়াজড়ি করে ঘুমায়,
তবু ও তোমার নিত্য মান অভিমান খুন-সুটি
ভালবাসার কমতি কেন তার নিত্য অভিযোগে
কান জ্বালাপালা, তবু ও তোমায় ভাল লাগা,
আর ও অনেক বেশী বেশী ভালবাসা পেতে
তোমার মনেতে কত আকুল আকুতি
নয়নের কোণে কাতর জলের ধারা
আমাকে বিচলিত করে প্রতিটি নিশ্বাসে ;

 

তাই তো ভালবেসে তোমাকে
তুষ্ট রাখার নিত্য প্রচেষ্টা আমার অবিরত,
প্রতিটি মুহুর্ত
প্রতিটি দিন
বৎসরে ৩৬৫ দিনই তো
তোমার আমার একান্ত নিত্য ভালবাসা দিবস।

 

 ======================================

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top