Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

আজ বসন্ত! আবার এল ফিরে

: | : ১৫/০২/২০১৪

আজ বসন্ত! আবার এল ফিরে
ঋতু ফেরার দেশে; ফাল্গুনের চনমনে বাহার
ফুলে ফুলে পলাশ শিমুল; কৃঞ্চ চূড়া লালে লাল
বাসন্তী বাহারে উচ্ছ্বল যৌবন।

ফাগুনের প্রথম দিনে
কুয়াসা আবিরে ধুলোর আস্তরে, ঘাসফুল যেন চেতন ফিরে
ঝরা নাঙা গাছে গাছে; নতুন পাতায় যৌবন
প্রজাপতির বাহারি ডানায় রং।

কচিপাতার সজনে ডালে বসে তিলাঘুঘু
দক্ষিণা হাওয়া রং লাগা পালকে; চোখে মুখে চঞ্চলতা
চনমনে ঠোঁটের খুনসুঁটি মৌনতা ভাঙে; ঘাস ফুলে লাল ফড়িং
দোল খায় ফুলের আবির মাখা গন্ধে।

১৪২০@ ০১ ফাল্গুন, বসন্তকাল।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top