Top today			
			আত্মকাব্য
আত্মকাব্য
– মোঃ ওবায়দুল ইসলাম
রাত নির্ঘুম
ব্যস্তময় দিন
যেন যান্ত্রিক নিশাচর,
অর্থহীন ব্যর্থময় জীবন
কিছুই নাই
তাই
সবাই পর। 
সত্যের বালাই
একেবারে নাই
যখন বলি সরাসরি,
দু ‘চোখের বিষ
যত সব নালিশ
মালিক বনে যাই তারই।
আব্দুল্লাহপুর, ঢাকা।
15/01/2014
