Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

কবিতা রূপসী মেয়ে

: | : ১৬/০২/২০১৪

gayer bodhu

বাদল এল রিমঝিম আষাঢ়ের দুপুরে
যায় কে কলসি নিয়ে আমাদের পুকুরে।
আনবে কে জল সেই কলসি ভরিয়া
তাকিয়ে আছে কি কেউ আমার পথ ধরিয়া।

আমি যে তার জন্য বসে আছি পথো চেয়ে
দেখবো বলে আসবে কখন সেই মেয়ে ।
যার দু-চোখে মিসে আছে মায়াবী জল
দু-পায়ে পরা নতুন রুপোর মল ।

যাকে কাছে পেতে চায় পুকুরের পানি
শাড়ীর আঁচল নেয় ধরে বার বার টানি ।
হঠাৎ করে আসে নেমে বাদলের ধারা
ভিজিয়ে নেয় তার অঙ্গটার সারা ।

বাদল লুটায় তার সাথে ভালো বাসার জালে
রিমঝিম বৃষ্টির সুরের তালে তালে ।
মন চায় আমি ও লুটায়ে পরি
আনন্দে জীবন কাটাই ওর গলা ধরি ।

ভালো লাগে ভালো বাসতে হলেও পর
আপন হলে অকে নিয়ে বাঁধতাম সুখের ঘর ।

********** সমাপ্ত **********
তারিখ : ২৬-০৭-২০০১ ইং ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top