Top today			
			আমার দিন
আমার দিন
             -মোঃ ওবায়দুল ইসলাম।
আমার দিন রাত
আর যত পাত
————- দুঃসহ যন্তনা।
নিয়ে চলে অবিরাম
ভুলি সুখের নাম
———— আরো দুঃসহ বেদনা।
আমার ভালবাসা
আমার যত আশা
 ————–হল শেষ।
যত বেদনা
দুঃসহ যন্ত্রনা
 ————আছে বেশ।
দুঃখের যত ঘর
আরো যত ভর
————- আমারি তো চাই।
সুখের আভাস
শান্তির বাস
————– কিছুই তো নাই।
২০৭/২ ফকিরাপুল, ঢাকা।
১৪ ফেব্রুয়ারী ২০১৪।
