Top today			
			ইচ্ছে হয়
ইচ্ছে হয় আজকাল,
পাখির ভিতরে ঢুকে যাই।
নিরলস পালক-ওম সরিয়ে ফেলে,
অন্দরে খুঁজে দেখি পরশপাথর।
শরীরের প্রচ্ছদ শুধু বর্তমান,
তাই ফারাকও খুঁজি না প্রশ্বাসে।
দীর্ঘ-ভ্রমণ শেষ হলে-
খুঁজি অস্তমিত ছায়ায়,
ফেলে আসা দুপুরের পাখি।
শেষ বিকেলের লালে রাজ্যপাট বুলি
আর ভোরের ফুলের ঠোঁটে তৃপ্ত চুমুকে-
রোমকূপে খিদে জাগে,খিদে নিরন্তর।
অবাধ বিচরণও সপ্তকে তোমার,পাখি
এইবেলা দুই মুঠো নেব।
তাই বড় ইচ্ছে হয় আজ,
ক্ষুদ্র হয়ে তোমার ভিতরে ঢুকে যাই,
খুঁজে নিই চেতনায়, পরশপাথর।
ইচ্ছে হয় আজকাল,
পাখির ভিতরে ঢুকে যাই।
