Today 31 Oct 2025
Top today
Welcome to cholontika

ইচ্ছে হয়

: | : ১৭/০২/২০১৪

ইচ্ছে হয় আজকাল,
পাখির ভিতরে ঢুকে যাই।
নিরলস পালক-ওম সরিয়ে ফেলে,
অন্দরে খুঁজে দেখি পরশপাথর।
শরীরের প্রচ্ছদ শুধু বর্তমান,
তাই ফারাকও খুঁজি না প্রশ্বাসে।
দীর্ঘ-ভ্রমণ শেষ হলে-
খুঁজি অস্তমিত ছায়ায়,
ফেলে আসা দুপুরের পাখি।
শেষ বিকেলের লালে রাজ্যপাট বুলি
আর ভোরের ফুলের ঠোঁটে তৃপ্ত চুমুকে-
রোমকূপে খিদে জাগে,খিদে নিরন্তর।
অবাধ বিচরণও সপ্তকে তোমার,পাখি
এইবেলা দুই মুঠো নেব।
তাই বড় ইচ্ছে হয় আজ,
ক্ষুদ্র হয়ে তোমার ভিতরে ঢুকে যাই,
খুঁজে নিই চেতনায়, পরশপাথর।
ইচ্ছে হয় আজকাল,
পাখির ভিতরে ঢুকে যাই।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top