Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

নিবেদন

: | : ১৭/০২/২০১৪

 

 

মন যেন আহা দ্রুতগামী বখতিয়ারের ঘোড়া
নগর ফটকে বিজিতের হাতে ফুলের তোড়া
“কবুল কবুল” বলি নিঃসংকোচে বিজয়ী মহা বীর
বিজয় উল্লাসে ছিলাম সে দিন গৌরবে অধীর
হাত বাড়াতেই ঝাপিয়ে পড়লে বুকে
মধুর পরাজয়ের সোহাগী স্বপ্ন সুখে
হাসি ফুটে লাজে, সাজে রাঙা মুখে
জীবনের দেয়ালে বিজয়ের আলপনা এঁকে;
কখন কি জানি কি ভাবে আমারই অজান্তে
রাজ্যের দখল চলে যায় ঠিক তোমারই হাতে,
জেনে না জেনে
কি জানি কি ভাবে
হাত বদল হয়ে যায়
মোর মহা গৌরবের বিজয় পাতাকা,
তোমার মনের কারাগারে হায়
বন্দী অবশেষে আজ আমি নির্জনে একা,
তবু তো জীবন কেটে যায় মহা সুখে
তোমারই সোনার হাতে রূপোর চাবি রেখে
এ ভাবে জীবন যেন যায় চলে পৃথিবীর মহাকালে
সুখের কারাগারে প্রিয়া তোমার মনের অন্তরালে।।

 

 ======================================

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top