Top today
বাংলার তরুণ দল
দুঃখের অথই সাগরে
ডুবন্ত আজ তোমরা,
ডুবে যাবে যাবে ভাব
উপরে উঠে আস।
জীবন নদীর স্রোতের ভেলায়
আজ তোমরা তরুণ,
কেন তব আজ ডুবন্ত
আশার সাগরে ব্যতীত।
আশা থাকবে সবার এখন
কথায় থাকবে জিত
থাকবে নাতো ভয়।
কঠোর সাধনায় তোমরা
যাবে সামনের দিকে
জাতিকে দিবে নব চেতনা
বিশ্বমাঝে আনবে এক নাম
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ।
বাংলার তরুণ দল
নয়তো ভীতু
নয়তো মাথা নোয়াবার নয়,
অত্যাচারের শাসন কাঙ্গাল
ভাঙ্গবে তারা ভাঙ্গবে।
দেখল বিশ্ববাসী
ফেব্রুয়ারির একুশ তারিখ
ছাত্রজনতা করল কি?
সাবাস বাংলা
পৃথিবী চেয়ে রয় এদিক
সাবাস ছাত্র,সাবাস বাংলা
মাথা নোয়াবার নয়।
উচ্চার কন্ঠে উচ্চারিত আজ
বাংলার তরুণ দল।