Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

জানতে ইচ্ছে করেরে মন

: | : ১৮/০২/২০১৪
জানতে ইচ্ছে করেরে মন
জানতে ইচ্ছে করে,
ব্যস্ত কেন থাকে তারা দিনরাত্রি ধরেরে
দিনরাত্রি ধরে,
জানতে ইচ্ছে করেরে মন
জানতে ইচ্ছে করে।।
বাবা ছুটে সেই প্রভাতে
কাছে নাইবা পাইরে
কাছে নাইবা পাই ।
ঘরে ফেরে গভীর রাতে
মাকেও দেখি তাইরে
মাকেও দেখি তাই ।
জানতে আমি চাইরে জানতে আমি চাই । ।
মা যে ছুটে সেই প্রভাতে
কাছে নাইবা পাইরে কাছে নাইবা পাই । ।
কিসের আশায় কিসের নেশায়
গড়ছে জমিদারিরে মন
গড়ছে জমিদারি
সাগর তীরে দাড়িয়ে ভাবি
কিসে দিব পাড়িরে
কিসে দিব পাড়ি ।।
আছে বাড়ি, আছে গাড়ি, টাকাও নেই কমরে
টাকাও নেই কম,
এক পলকে ছাড়তে হবে উড়াল দিলে দমরে
উড়াল দিলে দম । ।
ঐ পাড়েতে থাকতে হবে যুগের পরে যুগরে
যুগের পরে যুগ,
ভাল কাজে সুখ যে আছে মন্দ কাজে দুখরে
মন্দ কাজে দুখ।।
ভাই-ব্রাদার বন্ধু সজন আরো আপনজনরে
আছে আপনজন।
চোখ মুদিলে সব হবে পর ভাব দিয়ে মনরে
ভাব দিয়ে মন।
জানতে ইচ্ছে করেরে মন
জানতে ইচ্ছে করে । ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top