Top today
দূরে তুমি
অল্প এক সম্ভবনায় চলছি পথ
অপ্রাপ্তির বেদনায় আমি কাতর,
নিষ্ঠুর তুমি বুঝলেনা
বুকেজমা ফেলে আসা কষ্টচাদর।
রেখে আসা তোমায় তুমি
ভালবেসে আদর দিয়ে
রেখো তুমি যত্ন করে।।
অল্প এক সম্ভবনায় চলছি পথ
অপ্রাপ্তির বেদনায় আমি কাতর,
নিষ্ঠুর তুমি বুঝলেনা
বুকেজমা ফেলে আসা কষ্টচাদর।
রেখে আসা তোমায় তুমি
ভালবেসে আদর দিয়ে
রেখো তুমি যত্ন করে।।