Top today			
			অগোচরে
চোখে চোখ পড়তেই তুমি দৃষ্টি ফিরিয়ে নাও
আনত বদনে তুমি কি যেন দেখতে চাও
হৃদয়ের লাল দর্পণে তোমারই প্রতিচ্ছবি
ডাগর দু’টি আঁখি, মুখ অপরূপ মায়াবী
হাতে হাত রেখে স্বপ্ন রাজ্যে হেটে যাও
অগোচরে মোর তাই বুঝি তুমি দেখে নাও?
=======================================================
