Top today
চেনা ছড়া – ৪
চেনা ছড়া
(১৩)
সংসদে করে যারা
খারাপ ভাষায় চিৎকার,
জনগণ সে সব লোককে
দেয় যে শুধু ধিক্কার।
(১৪)
হাসপাতালে রোগীর মাথায়
হাত উঠেছে ঐ,
ফার্মেসীতে ভেজাল ওষুধ
ওষুধ পাবে কই?
(১৫)
টেলিফোনে প্রয়োজনে
কত কথা হয়,
ভুতুড়ে বিল দু’ নয়নে
জাগায় যে বিস্ময়।
(১৬)
বলতো দাদা, বলতো বাবাও
বলছে নাতি ফের,
‘দেশের ভালো করা’-র কাজটি
পরের প্রজন্মের।
মনিরুল হাসান,
ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র।