Top today
সেদিনও ফাগুন ছিল
সেদিনও ফাগুন ছিল,
বসন্ত ছিল এই বাংলায়।
বাগানে বাগানে ফুটেছিল ফুল,
ভ্রমর মেতেছিল ফুলের বনে, গুঞ্জরণে।
গাছে গাছে ফুটেছিল শিমুল, পলাশ আর কৃষ্ণচূড়ার লাল।
ছিল কোকিলের কুহুতান।
হঠাৎ ফুলগুলো সব ঝরে গেল!
কোকিলের গান থেমে গেল!
সালাম বরকত রফিকের রক্তে রঞ্জিত হল রাজপথ,
ছেলেহারা শত মায়ের অশ্রুতে নদী হল সারা বাংলা।
ভাই হারা বোনের কান্নায় আকুল-আকাশ বাতাস।
সেদিন ৮ ফাল্গুন ছিল,
বিষাক্ত নখের ছোবল হেনে
হায়েনারা পালিয়ে গেল।