Today 22 Dec 2025
Top today
Welcome to cholontika

“বাংলাভাষা ও একুশ ”

: | : ২১/০২/২০১৪

গালে গাল রেখে বলি

মাগো তোকে ভাল বাসি।

বাংলা তোর ভাষা
মোরা সে ভাষারই চাষি,
কে ভাঙ্গে তোর মনের আশা,
কোন সে অভিলাসি ?
মাগো তোকে বড্ড ভাল বাসি,
মোরা তোর ভাষারই চাষি ।।
রক্তে ভেঁজাই রাজপথ,
হই জলন্ত অগ্নিকুন্ড
লড়ে যাই,বেঁচে থাকি
মরে যাই ভাবিনা এক দন্ড ।
মোরা বাংলার সূর্য সন্তান Banar_Ekushe February
ওদের অংকার করি চূর্ণ
তোর হৃদয়ের আশা করি পূর্ণ।
তোর সন্তানের বড় গূণ দেশপ্রেম মাতৃভক্তি
কে পারে দমাতে তারে কার আছে সেই শক্তি!!
তোর কন্ঠের মায়াবি স্বর যারা করে বঞ্চিত
রাজপথে মোরা বাংলার লড়াকু রক্তে করি রঞ্জিত ।
নয় অর্থ, নয় সিংহাসনের লালষা
জীবন দিব,দিব হ্রদয় নিংড়ান ভালাবাসা
একুশ মানে ভাল বাসা,
একুশ মানে মায়ের আশা ।
একুশ মানে রফিক, শফিক, সালাম বরকতের আত্মদান
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্মরণ করি তাঁদের অবদান।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top