Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

স্বপ্নের পাহাড়

: | : ২১/০২/২০১৪

rakhal

মরু ভূমির বালুর উপর
গড়ে ওঠা উচু পাহাড় ,
রাখালের গান বাঁশীর সুরে
হৃদয়ে কম্পন ওঠে সবার ।

দুপুরের খর তাপ রোদে
গাছের নিচে ঘুমিয়ে রাখাল
স্বপ্ন দেখে নিয়ে কিশোরী ,
থাকবে কোথায় তারা দুজন
রাখিবে কোথায় সে স্বপ্নপুরী ।

কাল বৈশাখীর ঝড়ের শব্দে
ভেঙ্গে যায় রাখালের ঘুম ,
হঠাৎ উঠে চারিদিকে তাকায়
কোথায় তার প্রিয় নির্ঘুম ।

তারিখ : ০৬-০৬-২০০০ ইং ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top