Top today
ভুলিনি বন্ধুরা
ভুলিনি সখি
ভুলিনি সখা
ভুলিনি তোমাদের
নিত্য লেখা লেখি
কাব্য খুনসুটি
থাকবে যে আমাদের ,
ব্যাস্ত জীবনে
কোন কারণে
যদি যায় চলে দূরে
তবু এই স্মৃতি
গড়েছি যে প্রীতি
কেউ কি ভুলিতে পারে?