Top today			
			১০৪ ডিগ্রি জ্বর
মেলা থেকে ফিরে এলেন, আমার ছোট চাচা
বলল ডেকে কইরে তোরা, আমায় তোরা বাঁচা
কী হয়েছে, কী হয়েছে, বলেই দিলাম ছুট
ধুলোবালি, ময়লা ভরা, চাচার ছেঁড়া কোট
হাঁচির পরে হাঁচি মেরে, বলল চাচা ধর
ঠ্যালা-ধাক্কার চোটে আমার, এলো বুঝি জ্বর
বইয়ের বোঝা টেনে টেনে, যেই উঠেছি ঘরে
মাথা ঘুরে পড়ে গেলেন, ১০৪ ডিগ্রি জ্বরে
