Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

অচেনা ছড়া চেনা সুরে

: | : ২৫/০২/২০১৪

অচেনা ছড়া চেনা সুরে

১ আটি আটি ছড়া
হাটি হাটি পড়ি
চলন্তিকার কি হল
আমি ভেবে মরি।

২ হই হই
রই রই
সম্পাদক মহাশয়
গেলেন কই।

৩ আমরা সবাই ব্লগার
সবাই লেখক
সবাই কমেন্টেটর।
এখন আবার হয়ে গেছি
সম্পাদক মহোদয়।

৪ হা রে রে রে
আমায় রাখ
রাখে ধরে
কে রে।

৫ এক পেজে দিলাম
লেখা চারটা রে রে।
নাইলে আমার চলন্তিকা
চলবে কিভাবে রে।

মনিরুল হাসান এর খালাত বোন
টরন্টো কানাডা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top