Top today			
			অচেনা ছড়া চেনা সুরে
অচেনা ছড়া চেনা সুরে
১ আটি আটি ছড়া
  হাটি হাটি পড়ি
  চলন্তিকার কি হল
  আমি ভেবে মরি।
২ হই হই
  রই রই
  সম্পাদক মহাশয়
  গেলেন কই।  
৩ আমরা সবাই ব্লগার
   সবাই লেখক
   সবাই কমেন্টেটর।
   এখন আবার হয়ে গেছি
   সম্পাদক মহোদয়।
 ৪ হা রে রে রে
   আমায় রাখ
   রাখে ধরে
   কে রে।
 ৫ এক পেজে দিলাম
   লেখা চারটা রে রে।
   নাইলে আমার চলন্তিকা
   চলবে কিভাবে রে।
মনিরুল হাসান এর খালাত বোন
টরন্টো কানাডা।
