Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

অনেক কথা২৬

: | : ২৫/০২/২০১৪

সংগীত–

* গান একপ্রকারের চিত্তখোরাক। ক্ষুধামিটাতে যেমন খাওয়া জরুরি হৃদয়ের তৃষ্ণা মিটাতেও তেমন একটি শ্রুতিমধুর গানের প্রয়োজন। আর সেই গান যদি হয় শ্রবণবেদনা তা হলে এমন গানের স্রষ্টাকে বলতে হয় ‘মহাযন্ত্রণা’।

* গান গেয়ে যে সারা জীবন কাটিয়েছে গানের মাঝেই সে আজীবন বেঁচে থাকে।

* আমি গান ভালবাসি তবে তার মলাটকে নয়–মর্মকে।

* শ্রুতিধর একটি গান সমস্ত কালের সম্পদ।

* গান ভালবাসে না এমন শ্রোতা পৃথিবীতে দুর্লভ। তবে কিছু কিছু গানের কথা ও সুর এবং বাদ্যবাজনা শ্রোতাদের মনের আনন্দ দেওয়ার চেয়ে বেদনাই বেশি বাড়ায়। এসব গানের গন্তব্য কোথায়, কারণ আজকাল কিছু গান দেখলে গায়ে কাঁটা বিঁধে, শোনলে কানে শূল ধরে; সংগীতপঙ্গুতার উপর আফসোসই নয় কান্না করতে ইচ্ছে হয়–এমন গানের শ্রোতা আমি!

* কালের বিবর্তনে সবকিছু পরিবর্তনশীল। তবে এসব পরিবর্তনে মধুরতার আবর্তন থাকা আবশ্যক।

* ‘গান একটি হলেই হয়’ এমন ধারণা একজন শ্রোতার থাকা উচিৎ নয়। কারণ একটি গান সকল কুসংস্কার দূর করতে পারে। বাস্তব ও জীবনের কথা বলতে পারে। বেঁচে থাকার প্রেরণা জোগাতে পারে। সত্য এবং সুন্দরের পথ দেখাতে পারে। তাই, এমন সংগীতের কাম্য–যেই সংগীত সুন্দর ও জীবনের কথা বলতে পারে।

* সংগীত বাস্তবতার আয়না। যেই সংগীতের মধ্যে বাস্তবতার প্রতিবিম্ব দেখা যায় না সেই সংগীত জীবন্ত নয়।

 

* কিছু কিছু কথা কিছু কিছু সুখ

কিছু কিছু দুঃখ ভুলে না বুক।

কিছু কিছু আশা পূরণ হয় না জীবনে

কিছু কিছু ভালবাসা রয়ে যায় মনে।

এতটুকু জীবন এটুকু স্মরণে থাকুক–

কিছু কিছু কথা কিছু কিছু সুখ॥

 

ভুলা যায় ভুলা যায় ভুলা যায় না অনেক

চলার পথে কিছু দেখা পিছুটানে আবেগ।

ছিড়তে গেলে বাঁধে কষি আবেগের রশি

উদাসি মন বাজায় শুধু বিরহের বাঁশি।

ভুলেও ভুলা যায় না চেনা কতক মুখ–

কিছু কিছু কথা কিছু কিছু সুখ॥

 

চলবে…

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top