Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

কাল্পনিক না একটু হলামই বা ……….

: | : ২৫/০২/২০১৪

একটু ভাল থাকার জন্য
হলাম না হয় একটু কাল্পনিক
সবার অলক্ষ্যে চষে বেড়ালাম আমার রাজ্যে।

একা আমি, না হয় বানালামই বা
একজ মাইন্ড ফ্রেন্ড
হয়তো তার নাই কোনো অস্থিত্ব
আমিও না হয় হলাম অস্থিত্বহীন একজন।

ওই তো সেদিনই আমার অস্থিত্বহীন হিতৈষী
আমায় বলল কানে কানে
মনোব্যথায় যখনই পরবে মুষড়ে
তখন আমায় ভেবো তোমার কল্পনায়।

ও বলে, ধরে নাও ছোটো জলাভুমিতে
পিচ্চি ডিঙ্গি তে বসে আমি তুমি
পানির ঝাপটার শীতল পরশে বলতো লাগছে কেমন?

অলীক মুহুর্তটি শুধুই আমার
বাস্তবের কঠিন কথার হাতুড়ি পেটানোর চেয়ে
জলের পরশে আমি হই সিক্ত।

দিনের ছোটো একটি ক্ষনই হউক না আমার
অনুদিত স্বপ্নগুলি সাজাতে তো পারি নিজ হাতে
ঈষৎ এই ক্ষনটি আমাকে সঙ্গ দিবে আমার অস্থিত্বহীন বন্ধুটি।

কখনো আমি একাই ভ্রমণ করি আমার স্বপ্ন রাজ্যে
তখন আমার আশে পাশে থাকে হাজারো শিশু পরী
আমরা হেরে গলা ছেড়ে দিয়ে গানের সুরে মাতিয়ে তুলি আকাশ,
দুখগুলো উড়িয়ে দেই হাওয়ায়।

আমার সাজানো কল্পনার জগত
বিভোর হই তারে নিয়ে, হাতে হাত রেখে
ভেসে বেড়াই রংধনু সাত রংগের স্বপ্ন ভেলায়।

আমার অলীক জগৎ নিয়ে করো না তোমরা উপহাস
না হয় হলাম না আমি সবার মতো
হয়তোবা আমার রাজ্যে আমি একা।

কাল্পনিক না হয় একটু হলামই বা
সবার মতো বাস্তববাদী হয়তো আমি হতে পারি না
অস্থিত্বহীন আমি আমার খেয়াল খুশিমতো সাজাবো আমার গৃহ
হাজার তারার বাতি দিয়ে।

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash3/524972_595495790478174_98303802_n.jpg

সংগৃহীত ছবি

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top