Today 11 Jan 2026
Top today
Welcome to cholontika

আর ঘুমিয়ে থেকোনা

: | : ২৭/০২/২০১৪

আর ঘুমিয়ে থেকোনা
আরমোড়া দিয়ে জেগে উঠো
দ্যাখো, চারিদিকে কেমন জলমলে সুর্যস্নাত সকাল
সবেতো ওরা জেগে উঠছে
ওইযে দ্যাখো, কৃষকেরা মাঠে ঘাটে
কৃষাণীরা হলুদ বাটে
উঠছে সবাই জেগে।
বসন্তের পাথীরা
হেমন্তে ডাকছে
দুঃসাহসী পাখিদের কন্ঠে
বেজে উঠছে নতুন সুর্যের গান
কোকিলের কন্ঠনালী দিয়ে
রক্তের প্রবাহ বেড়েই চলছে
ওরাও জেগে উঠছে ক্ষণে ক্ষণে।
আর ঘুমিয়ে থেকোনা
দ্যাখো, অগ্রবর্তী যোদ্ধাদের আগমন
তোমায় আমায় আশ্বস্ত করছে
প্রজন্ম চত্বরে আলো জ্বালিয়ে
ওরা দীপ্যমান
ওরা প্রজন্ম দল
ওরা আসছে
ওরা আসবে
ওরা থাকবে
আর ঘুমিয়ে থেকোনা
জেগে উঠো।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top